দ্য ওয়াল ব্যুরো: মুম্বই আবারও ডুবে গেল টানা বৃষ্টিতে। লাগাতার বর্ষণের জেরে রাস্তাঘাটে হাঁটু জল, থমকে গেছে জনজীবন। মৌসম ভবন ইতিমধ্যেই জারি করেছে লাল সতর্কতা। একাধিক রাস্তায় জল জমে তৈরি হয়েছে ভয়াবহ যানজট, বন্ধ হয়ে গেছে বেশ কিছু সড়কপথ। শহরবাসীকে অকারণে বাইরে না বেরোনোর অনুরোধও জানিয়েছে পুরনিগম।
এই পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়লেন সলমন খান। জানা গিয়েছে, আগামী ২৪ অগস্ট শুরু হতে চলা ‘বিগ বস ১৯’-এর প্রোমোশনাল কর্মসূচিতে মায়ানগরীর বিভিন্ন মিডিয়া হাউসে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অতিবৃষ্টিতে যখন শহর কার্যত থমকে দাঁড়িয়েছে, তখন অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিল ‘জিও হটস্টার’।