দ্য ওয়াল ব্যুরো: বাংলার আকাশে ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা। সঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। ফলে রাজ্যে বৃষ্টি হবে চলবে। স্বস্তির খবর, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর সোমবার অর্থাৎ আজ রোদ উঠেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। তবে, আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। উপকূল ও পশ্চিমের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।