দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ (Weather Update) আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দুপুরের মধ্যে এই গভীর নিম্নচাপ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করতে পারে।
সমুদ্র ক্রমেই উত্তাল হওয়ায় উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের শুক্রবার, ২২ অগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি