দ্য ওয়াল ব্যুরো: মাথার ওপর ছাদ নেই, থাকেন রাস্তায়। খাওয়া-দাওয়াও তেমন হয় না কিন্তু হাবভাব একেবারেই আলাদা। দেখলে বোঝা দায় তিনি কোনওমতে দিন চালান। সেই ঠাঁটবাট দিয়েই ৫ তরুণীকে ঠকালেন ভবঘুরে। মহিলাদের কেউই বুঝতে পারলেন না সবটা মিথ্যে।
দক্ষিণ চিনের মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১০ দিনে পাঁচ মহিলাকে ঠকিয়েছেন এক ভবঘুরে ব্যক্তি। ধনী সেজে মহিলাদের কাছ থেকে খাওয়াদাওয়া, শপিং থেকে শুরু করে নতুন মোবাইল কেনা, সবই করেছেন। মহিলারা কেউই বুঝতে পারেননি, যে যুবকের জন্য তাঁরা এত খরচ করছেন, তিনি আসলে রাস্তায় থাকা এক অসহায় গৃহহীন মানুষ।
#REL