দ্য ওয়াল ব্যুরো: ব্যতিক্রমী রায়ে নজির গড়ল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সংবিধানের ১৪২ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে নাবালিকার ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির সাজা ও দণ্ড সম্পূর্ণভাবে বাতিল করল দেশের সর্বোচ্চ আদালত।
বিচারপতি দীপঙ্কর দত্ত (Justice Dipankar Datta) ও অগাস্টিন জর্জ মাসিহ (Justice Augustine George Masih)–এর বেঞ্চ জানায়, এই মামলার ‘অদ্ভুত বাস্তব পরিস্থিতি’ বিচার করে ‘সহানুভূতির ভিত্তিতে’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের ভাষায়, ‘এই ক্ষেত্রে অপরাধ লালসা নয়, ভালবাসার ফল।’
#REL