দ্য ওয়াল ব্যুরো: একদিকে প্রেম, অন্যদিকে শ্লথ হতে থাকা দাম্পত্য সম্পর্ক। মাঝখানে মৃত্যু! বিদ্যুতের শক দিয়ে ৩৬ বছরের যুবককে খুন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে (Extra Marital Affair)। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) দ্বারকা অঞ্চলে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কর্ণ দেব। গত ১৩ জুলাই দিল্লির উত্তম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয় দ্বারকা থানায়। প্রথমে কর্ণের পরিবার বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বলেই মেনে নেয়। এমনকি, ময়নাতদন্তেও অনিচ্ছা প্রকাশ করে।
#REL