দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক অবৈধ অস্ত্র চক্র (international illegal arms racket) ভেঙে বড়সড় সাফল্য এল দিল্লি পুলিশের (Delhi Police) কাছে। তদন্তে উঠে এসেছে ভয়ানক তথ্য, চিন ও তুরস্কে তৈরি অত্যাধুনিক অস্ত্র China Turkey-made weapons) ভারতের মাটিতে পাচার করা হচ্ছিল, তাও পাকিস্তানের আইএসআই (Pakistan ISI smuggling)-এর সহযোগিতায়। সেই অস্ত্র পৌঁছে যেত দেশের কুখ্যাত গ্যাং লরেন্স বিষ্ণোই, বামবিহা, গোগি-হিমাংশু ভাই - এইসব নেটওয়ার্কের হাতে।
গোপন সূত্রে পাওয়া এক তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।