দ্য ওয়াল ব্যুরো: ছ'মাস ধরে নিজেকে একজন আইএএস আধিকারিক (fake IAS officer) বলে পরিচয় দিয়ে সরকারি গাড়িতে ঘোরা, ভুয়ো পরিদর্শন চালিয়ে যাওয়া, টেন্ডার ও চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি (Government impersonation) - বেশ চলছিল। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল প্রতারক (Fake IAS Officer Arrested)। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে গোরক্ষপুর পুলিশ।
ধৃত যুবকের নাম ললিত কিশোর, বিহারের সীতামারহির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে নিজেকে আইএএস অফিসার ‘গৌরব কুমার’ বলে পরিচয় দিত (Government officer scam India)। বুধবার তাকে গ্রেফতার করা হয়।
#REL