দ্য ওয়াল ব্যুরো: ধর্মান্তরে রাজি না হওয়ায় খুন! মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার নেপানগর থানা এলাকার নাওয়ারা গ্রামের ঘটনা। বছর ৩৫-এর ভাগ্যশ্রী নামদেব ধানুক নামের এক মহিলাকে তাঁর ঘরেই কুপিয়ে এবং গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে শেখ রইস নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রইস দীর্ঘদিন ধরেই ওই মহিলাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। সঙ্গে ছিল ধর্মান্তরের চাপ। ভাগ্যশ্রী রাজি না হওয়ায় শনিবার রাতে ঘরে ঢুকে তাঁকে নির্মমভাবে খুন করা হয়। অভিযোগ, রইস প্রথমে গলা কাটে, পরে একাধিকবার ছুরি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
#REL