দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রির উজ্জ্বল আলো আর দেবী মায়ের আরাধনার শোভায় যখন মধ্যপ্রদেশের (Madhya Pradesh Murder Case) চম্বল-গোয়ালিয়র আনন্দে মেতে ওঠে, সেইসময় এক মর্মান্তিক ঘটনা সেখানে সাড়া ফেলে দিয়েছে। নিজের বাবার হাতেই খুন হল এক কিশোরী।
১৭ বছরের কন্যা দিব্যা সিকারওয়ারকে হত্যার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ভরত সিকারওয়ার এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে। এদের পাশাপাশি ২৩ জনকে তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ১১ জনের নাম চিহ্নিত, বাকি অজ্ঞাত। এমন ঘটনা আবারও প্রমাণ করল, যে কতটা কঠোরভাবে কিছু পরিবার জাতিভেদ বা সামাজিক নিয়মের নামে হিংসাত্মক পদক্ষেপ নিতে পারে।