দ্য ওয়াল ব্যুরো: মায়ের ৩২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের ওপর নজর ছিল ছেলের। তা আত্মৎ করার লোভে মাকে খুন করে দেওয়ালে পুঁতে দেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ডের ঘোষণা করল মধ্যপ্রদেশের শেওপুর ট্রায়াল কোর্ট। জানা গিয়েছে, বহু বছর আগে এই ছেলেকেই দত্তক নিয়েছিলেন ওই মহিলা।
কোর্টের পর্যবেক্ষণ, ভারতীয় ঐতিহ্য বলে, মা ভগবানের সমান। সেই মাকেই খুন করার কোনও ‘অজুহাত’ই গ্রাহ্য নয়। বুধবার এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী।
#REL
অ্যাডিশনাল সেশন বিচারক এল ডি সোলাঙ্কি, গত বছর মা ঊষা দেবীকে খুন করার অপরাধে শেওপুর রেলওয়ে কলোনির বাসিন্দা দীপক পাচৌরির মৃত্যুদণ্ডের ঘোষণা করেন।