দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রির খাওয়াদাওয়া চলছিল। সেখানেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় ১৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি মধ্যপ্রদেশে জবলপুর জেলার সিহোরার। মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনাটি ঘটএছে বলে জানা গিয়েছে।
প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসচালক মদ্যপ অবস্থায় ছিলেন। উৎসব উপলক্ষে সিহোরায় ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সেই নিয়ম ভেঙেই চালক বাস নিয়ে ঢুকে পড়েন গৌরী ত্রিমুখী সংলগ্ন এলাকায়, যা সিহোরা থানার অন্তর্গত। যে জায়গায় বাসটি ঢুকে পড়ে সেটিও একটি নো-এন্ট্রি জোন ছিল।
#REL