দ্য ওয়াল ব্যুরো: সাহস এবং ঐতিহ্য উদযাপনের এক প্রাচীন প্রথা মিলিয়ে গেল আগুনে। দীপাবলির পরের দিন মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত বার্ষিক 'হিংগোট যুদ্ধ' (Hingot Yuddh) চলাকালীন অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রতি বছর হাজার হাজার মানুষ গৌতমপুরা এবং রুঞ্জি গ্রামের 'তুররা' ও 'কালঙ্গি' দলের মধ্যে এই তীব্র যুদ্ধ দেখতে জড়ো হন। শতাব্দী প্রাচীন বলে কথিত এই প্রথাটি ঢাকের শব্দে শুরু হয়। ঐতিহ্যবাহী পোশাকে যোদ্ধারা নিজেদের ঢাল হাতে নিয়ে একে অপরের দিকে আগুন ভর্তি 'হিংগোট' (Hingot) ছুঁড়ে মারেন।
#REL