দ্য ওয়াল ব্যুরো: ভারতের বেশ কিছু জেলায় লিঙ্গ বৈষম্য (gender ratio in India) প্রকট। তাই এই দেশে গর্ভস্থ ভ্রূণের (gender determination of fetus) লিঙ্গ নির্ধারণ আইনত অপরাধ এবং তা কঠোরভাবে নিষিদ্ধ । তা নিয়ে বহুবছর ধরে প্রচার করে আসছে সরকার। তা নিয়ে সচেতনতা বাড়লেও লিঙ্গ নির্ধারণের প্রবণতা যে মানুষের মধ্যে কমেনি, তার প্রমাণ দিল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)।
ঘটনাটি ঘটেছে মোরেনায়। অভিযুক্তের নাম সঞ্জু শর্মা (৩০)। পেশায় ওই ব্যক্তি প্রাক্তন এক পিয়ন। বহুদিন ধরে ডাক্তার (Fake doctor) সেজে অবৈধভাবে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পরীক্ষা (Pre-birth Gender Test) চালাচ্ছিল।