দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের শাহডোল জেলার গ্রাম পঞ্চায়েতগুলির আর্থিক কারসাজি ফের শিরোনামে। এর আগে ফোটোকপি করতে কয়েক হাজার টাকা, ঘণ্টাখানেকের অনুষ্ঠানে কেজির পর কেজি শুকনো ফল আর খাওয়ার বিল, এসব দেখে চমকে উঠেছিল প্রশাসন। এবার নজরে এল এক টুকরো ইট।
ভাটিয়া গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাঁচিল দেওয়ার কাজের জন্য আড়াই হাজার ইট কেনা হয়েছিল। সেই ইটের মোট বিল হয়েছে ১ লক্ষ ২৫ হাজার টাকা। অর্থাৎ প্রতি ইটের দাম ধরা হয়েছে ৫০ টাকা-যা বাজারদরের প্রায় দশ গুণ! ওই বিলটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। বিলের কাগজে ভাটিয়া গ্রামের সরপঞ্চ ও সেক্রেটারির সইও রয়েছে।
#REL