দ্য ওয়াল ব্যুরো: নীলগিরির অরণ্যপথ ধরে একসঙ্গে হাঁটছে তিন চিতা। একটি কালো, বাকি দু’টি সাধারণ। রাতের অন্ধকারে ধরা পড়েছে এই বিরল দৃশ্য। বনদফতরের এক আধিকারিক সেই ভিডিও শেয়ার করতেই চমকে গিয়েছেন নেটিজেনরা। ভাইরাল হয়েছে ২৯ সেকেন্ডের ক্লিপ।
এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ভারতীয় বন পরিষেবা (IFS)-এর অফিসার প্রবীণ কাসওয়ান। ভিডিওটি ১৬ জুলাই তোলা। এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি লেখেন, “ব্ল্যাক প্যান্থার আর তার বন্ধুরা নীলগিরির রাস্তায় রাত্রিকালীন হাঁটতে বেরিয়েছে। কী বিরল দৃশ্য!”
#REL