দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দেড় মাসের আতঙ্কের অবসান। অবশেষে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল ভান্ডিগুড়ি চা বাগানে ঘোরাফেরা করা সেই চিতাবাঘ (Leopard)। রবিবার ভোররাতে বন দফতরের (Forest Department) পাতা ফাঁদে নিজেই ঢুকে পড়ে চিতাবাঘটি।
স্বভাবতই চা বাগানের শ্রমিকদের স্বস্তির নিঃশ্বাস, যাঁরা এতদিন চিতাবাঘের ভয়ে কাজ বন্ধ করে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছিলেন।
#REL