দ্য ওয়াল ব্যুরো: বাঘ আর সিংহের তুলনায় অনেক কম আলোচনায় থাকে তারা, কিন্তু চিতাবাঘ হল প্রকৃতির নিঃশব্দ, নিখুঁত শিকারি। আফ্রিকা থেকে শুরু করে ভারত, চিন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এদের দেখা মেলে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক পারভিন কাসওয়ান সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের একটি অসাধারণ মুহূর্তের ভিডিও তাঁর এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন। কুমানা ড্যামের কাছে একটি চিতাবাঘ রাস্তা পেরিয়ে শিকারের দিকে সন্তর্পণে এগিয়ে চলেছে।