দ্য় ওয়াল ব্যুরো, বাঁকুড়া: পুরনো গন্ডগোলের জেরে এক তৃণমূল কর্মীর (TMC) উপর হামলা হল সোনামুখী শহরে। বাধা দিতে গেলে ওই তৃণমূল কর্মীর স্ত্রীকেও মারধর করে মাথার গোছা গোছা চুল ছিঁড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোনামুখী শহরের ১৫ নম্বর ওয়ার্ডের চামুণ্ডা কালীতলা এলাকায়।
ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় এক বিজেপি (BJP) কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ঘরছাড়া ওই বিজেপি কর্মী। অভিযোগ উড়িয়ে বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। মিথ্যা মামলায় বিজেপি কর্মীকে ফাঁসানো হচ্ছে।