দ্য ওয়াল ব্যুরো: পুরস্কার ঘোষণা হয়েছিল আগেই। স্বাধীনতা দিবসের মঞ্চে চেন্নাইয়ে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) নেতা কেএম খাদার মহিদীনকে ‘থাগাইসাল তামিঝার’ তুলে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তামিলনাড়ু সরকারের (বিশিষ্ট তামিলীয়) বিশেষ পুরস্কার এটি।
স্টালিন এদিন শুরুতেই বলেন, ‘এ রাজ্যের ক্ষমতা ফিরিয়ে আনার জন্য আইনি পদক্ষেপ এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। রাজ্যকে প্রাপ্য তহবিল পেতে বারবার সংগ্রাম করতে হচ্ছে। এটা কেন্দ্র-রাজ্য কাঠামোর জন্য শুভ নয়।’ এরপরই তিনি মঞ্চে ডেকে সম্মান জানান প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বকে।
#REL