দ্য ওয়াল ব্যুরো: ঠান্ডার টানে নয়, এখন দার্জিলিংয়ের পাহাড় ডাকছে এক অন্য কারণে। সুখিয়া পোখরির (Sukhia Pokhri) ‘লেপার্ড ট্রেল’-এর পাশাপাশি সেখানে শান্ত, নির্জন পাহাড়ি সকাল আর মেঘে ছাওয়া বিকেলের জন্য পর্যটকদের নতুন ঠিকানা হয়ে উঠছে ‘হিলটোপিয়া’(Hilltopia, Parmaguri)। অনেকেই বলছেন, “হিলটোপিয়ায় থাকা মানেই মেঘের দেশে হোমস্টে বুক করা!”
মেঘের ভেতর ঘুম ভাঙা, সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ