অর্পিতা দাশগুপ্ত
শীত এলেই বদলে যায় প্রকৃতির রূপ। কুয়াশায় ঢেকে যায় ভোর, আর দিন ছোট হতে থাকে একটু একটু করে। এই কয়েকমাসে শুধু মানুষ নয়, বদলে যায় পাখিদের জীবনও। উত্তরের হিমশীতল দেশ ছেড়ে হাজার হাজার কিলোমিটার পেরিয়ে তারা আসে আমাদের দেশে (Migratory species adaptation)- রোদে গা এলিয়ে, শীতে আশ্রয় নিতে। শীতের এই পরিযায়ী পাখিরা (Migratory birds) যেন দূর দেশের দূত, নিয়ে আসে এক অন্যরকম প্রাণের ছোঁয়া।