দ্য ওয়াল ব্যুরো: অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের (Kaziranga National Park) এক বিশেষ উদ্যোগে আবেগে ভাসল সংগীতপ্রেমীরা। সদ্যপ্রয়াত গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) স্মৃতিতে উদ্যানের নবজাতক হাতির (elephant calf) ছানার নাম রাখা হয়েছে ‘মায়াবিনী’ (Mayabini) - তাঁরই জনপ্রিয় এক গানের নাম অনুসারে।
কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভের ডিরেক্টর সোনালি ঘোষ জানান, শনিবার হাতির বাচ্চাটির জন্মের পর অসমের বন ও পরিবেশমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি নিজেই তার নাম রাখেন ‘মায়াবিনী’।
#REL