দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এইমস ভোপালের (AIIMS Bhopal) আকাশে উড়েছিল এক নতুন আশার ডানা - চিকিৎসা পৌঁছে যাবে পাহাড়-জঙ্গলের গ্রামে গ্রামে, মিনিটের মধ্যে রোগীর কাছে পৌঁছবে ওষুধ। ১০ লাখ টাকার সেই ‘লাইফ-সেভিং’ ড্রোনকে (10 lakh drone) বলা হয়েছিল স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ।
কিন্তু মাত্র ২০ মাস পর, সেই ভবিষ্যৎ এখন তালাবন্দি এক ঘরের কোণে। বন্ধ ঘরে রাখা সেই ড্রোন এখন নীরব, এক অসমাপ্ত প্রতিশ্রুতির প্রতীক।