দ্য ওয়াল ব্যুরো: পরকীয়ায় জড়িয়ে পড়েছেন স্ত্রী! সন্দেহের বশে (extramarital affair suspicion) ধারাল অস্ত্র দিয়ে মহিলাকে কুপিয়ে খুন করল স্বামী (Coimbatore murder case)। শুধু তাই নয়, রক্তে ভেসে যাচ্ছে চারদিক, পড়ে থাকা স্ত্রীর মৃতদেহের সামনে বসে একটি সেলফিও তুলল সেই ব্যক্তি (selfie with dead wife)। তা পোস্টও হল সোশ্যাল মিডিয়ায় (social media post)।
এমনই এক নৃশংস এক খুনের ঘটনার সাক্ষী থাকল কোয়েম্বাটুর (Coimbatore)। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম বালামুরুগন, তিরুনেলভেলির বাসিন্দা।
#REL