দ্য ওয়াল ব্যুরো: পরকীয়ার জের (Extramarital Affair)! ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় (Guskara)। শুক্রবার রাতে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর (Ex TMC Councillor) গৃহবধূকে তাঁর স্বামী প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। এরপর রাস্তায় শুরু হয় বেধড়ক মারধর। ঘটনাটি ঘটে গুসকারার বাগদিপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িতে করে প্রেমিকের (Lover) সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিলেন ওই গৃহবধূ। তবে তক্কে তক্কে ছিলেন স্বামী। সন্দেহের বশেই ওই গাড়িটিকে মাঝরাস্তায় আটকে দেন তিনি। তারপর স্ত্রী ও তাঁর সঙ্গে থাকা যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর শুরু করেন।