দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে কার্বাইড গান (বাজি) পোড়াতে গিয়ে চোখ নষ্ট হয়েছে ১৪ শিশুর। সেনিয়ে রীতিমতো হইচই পড়েছে দেশে। এবার একই ধরনের খবর উঠে এল এরাজ্যের মালদহ থেকে। কার্বাইড গান ফাটাতে গিয়ে অন্তত ১০ জন শিশু আহত হয়েছে, চোখের দৃষ্টি হারানোর পথে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।