দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার মধ্যেই মালদহে মৃত্যু ঘিরে চাঞ্চল্য (Trinamool worker ,Malda)। শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী বরকত শেখের (৩২)।
অভিযোগ, ভোটার তালিকার এনুমারেশন ফর্মে ভুল তথ্য ধরা পড়ার পর থেকেই তীব্র উদ্বেগ ও আতঙ্কে ভুগছিলেন মালদহের কালিয়াচক-৩ ব্লকের চকসেহেরদি গ্রামের বাসিন্দা বরকত (SIR Death of panic?)। শুক্রবার তিনি ছুটে যান নিকটবর্তী বিডিও অফিসে।