দ্য ওয়াল ব্যুরো: মালদহ–বাংলাদেশ (Malda-Bangladesh) সীমান্ত আবারও সোনাপাচারের রুট হিসেবে সামনে এল!
সাইকেলের সামনের চাকা অস্বাভাবিক ভাবে ফুলিয়ে তার ভিতরে লুকোনো ছিল সাতটি সোনার বিস্কুট (Gold-covered bicycle)—বাজারমূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা। বুধবার বিএসএফের (BSF) ১১৯ ব্যাটালিয়নের অভিযানে সোনা উদ্ধার হলেও পাচারকারী ভিড়ের মধ্যে পালিয়ে যায়।