রূপক মিশ্র
এগারো বছর আগের কথা। পুজো আসব আসব করছে। নিয়ম মেনেই ঘরের জঞ্জাল সাফে কোমর বেঁধে নেমেছেন দেবায়ন৷ দেবায়ন সেন। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। অজস্র মলিন, বিবর্ণ, অকহতব্য বাতিল জিনিসের ভিড়ে হঠাৎ হাতে ঠেকল গোলাকার চাকতি… জীর্ণ লংপ্লেয়িং রেকর্ড৷ লফ্টে বাক্সবন্দি হয়ে পড়েছিল। এক ঝলক দেখে ফেলতে যাব যাব করছেন, ঠিক তখনই নজর কাড়ল অ্যালবামের কভার। আর তাতেই মুহূর্তে চোখ ছানাবড়া!