দ্য ওয়াল ব্যুরো: তান্ত্রিকের পরামর্শে (Tantrik-Inspired Crime) ১৭ বছরের ভাগ্নেকে খুন করার পর তার দেহ থেকে মাথা আলাদা করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে (Prayagraj)। অভিযুক্তের নাম শরন সিং। তাকে কারেলি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা অভিষেক ভারতী বলেন, শরন সিং নিহত কিশোরের দাদার ভাই। তিনি জানান, "তাকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। জেরার সময় শরন তার ভাগ্নে পিয়ুশকে খুনের কথা স্বীকার করেছে এবং তার উদ্দেশ্যও জানিয়েছে।"
#REL