দ্য ওয়াল ব্যুরো: চাকরির পরীক্ষায় (Police Recruitment Exam) প্রশ্ন ফাঁস রুখতেই কড়াকড়ি বাড়ছে বছর বছর। কিন্তু জালিয়াত চক্রও হাত গুটিয়ে বসে নেই (Technology-based Fraud, )। এবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় উঠে এল প্রযুক্তিনির্ভর নতুন কৌশল—‘এটিএম কার্ড–মোবাইল’ (SIM , Card, Micro Earphone)।
দেখতে হুবহু ডেবিট কার্ডের মতো, অথচ তার ভেতরেই থাকে সিম কার্ড বসানোর ব্যবস্থা। সঙ্গে ক্ষুদ্র ইয়ারফোন। কুর্তি, শার্ট বা প্যান্টের পকেটে রেখে অতি সহজেই বাইরে থাকা লোকজনের সঙ্গে পরীক্ষার হলে বসেই যোগাযোগ সম্ভব।
#REL