সুমন বটব্যাল
সময় বদলেছে, বদলেছে মানুষও। একসময় বিকেল মানেই বন্ধুর আড্ডা (Friendship), মাঠের ধুলো, চায়ের কাপ আর গল্পের ঝড়। এখন বিকেল মানে ব্লু-লাইটে ভেসে থাকা মুখগুলো, স্ক্রিনের ওপাশে বন্ধুত্ব, স্ক্রলেই বিনোদন, আর নোটিফিকেশনেই সুখের সংজ্ঞা।
বন্ধু এখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ভালবাসা ইমোজিতে, আর মনখারাপ ‘স্টোরি’-তে। বাইরে না বেরিয়েও মানুষ আজ সারাদিন ‘কানেক্টেড’, অথচ মনের ভিতরটা আরও একা, আরও ফাঁকা (New Society of Loneliness)।