দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় পুলিশি জেরার মুখে গুরুত্বপূর্ণ দাবি করলেন ধৃত নিরাপত্তারক্ষী (Security guard)। পুলিশি সূত্রের খবর, জেরায় ধৃত দাবি করেছেন, অভিযুক্তরা তাঁর মোবাইল কেড়ে নিয়েছিল, যাতে তিনি কাউকে খবর দিতে না পারেন।
গত ২৫ জুন কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজের গার্ড রুমে গণধর্ষণ করা হয়। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্র ও অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। তাঁর সঙ্গে অপরাধে সহযোগিতা করেছিল কলেজের আরও দুই ছাত্র। ঘটনার পরের দিনই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ।
#REL