দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে (Kasba Law College Incident) গণধর্ষণের ঘটনায় সিকিউরিটি গার্ড (Security Guard) বাদে বাকি তিন অভিযুক্তকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিয়েছিল আদালত। অভিযুক্ত রক্ষীকে ৪ জুলাই, শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন সেই মেয়াদ বাড়ানো হল।
শুক্রবার আদালত জানিয়েছে, ওই নিরাপত্তারক্ষী আগামী ৮ জুলাই, মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন। অর্থাৎ আরও ৪ দিন বাড়ানো হল তাঁর হেফাজতের মেয়াদ। এদিন ওই রক্ষীর পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে আলিপুর আদালতে হাজির করানো হলে এই নির্দেশ দেওয়া হয়।