দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক আর শ্রীধর ভেম্বু (Zoho CEO Sridhar Vembu) যেন প্রায় সমার্থক হয়ে উঠেছেন। তরুণ প্রজন্মের উদ্দেশে বিয়ে ও সন্তান নিয়ে আবারও এক বিতর্কিত মন্তব্য (Sridhar Vembu marriage advice controversy) করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শীর্ষে উঠে এসেছেন জোহো সিইও (Zoho CEO)।
তাঁর মতে, 'কুড়ির কোঠাতেই বিয়ে সেরে বাবা-মা হওয়া উচিত। এটা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং সমাজ ও পূর্বপুরুষদের প্রতি এক ধরনের ‘জনসংখ্যা সংক্রান্ত এক কর্তব্য (demographic duty)’। সোশ্যাল মিডিয়া পোস্টে এই পরামর্শ দেওয়ার (marriage debate India) পরই নেটমাধ্যমে শুরু হয়েছে তুমুল তর্কবিতর্ক।