দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের বিদ্রোহী হুমায়ুন কবীর (Humayun Kabir)। বৃহস্পতিবার মুর্শিদাবাদের জেলা নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, "আমাকে দল থেকে বের করে দেখাক না! মুর্শিদাবাদে আসন সংখ্যা ২০ থেকে ১০ এ নামাব!"
২৪ ঘণ্টার ব্যবধানে এবার দলের বিরুদ্ধে আরও বড় অভিযোগ আনলেন তিনি। বললেন, "বিজেপি, কংগ্রেস বা সিপিএম নয়, তৃণমূলের সবচেয়ে বড় শত্রু তৃণমূলই (TMC, Enemy)!" এব্যাপারে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গও টেনেছেন ভরতপুরের বিধায়ক।