দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Corruption Case) বড়ঞার তৃণমূল বিধায়ক, বর্তমানে হেফাজতে থাকা জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) পিসি মায়া সাহাকে (সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর ) তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)।
ইডিরডাকে সাড়া দিয়ে এদিন বেলা ১২টা নাগাদ সিজিওতে এসে পৌঁছন মায়াদেবী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন, "জীবনকৃষ্ণের দুর্নীতির টাকার বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে যে টাকা বা সম্পত্তি রয়েছে, তা আমার স্বামীর।"