দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) ফের ধাক্কা খেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (TMC MLA Jibankrishna Saha)। বৃহস্পতিবার কলকাতার বিচারভবনে তাঁর জামিনের আবেদন শুনানি হয়। কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দিয়ে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের ( jail custody) নির্দেশ দেন।
এ দিন আদালতে জীবনের আইনজীবী দাবি করেন, “আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। একই মামলায় সিবিআই গ্রেফতার করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছে। তাও ইডি আবার কেন গ্রেফতার করল?” তিনি আরও জানান, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জীবনের সাংবিধানিক দায়িত্ব রয়েছে।