দ্য ওয়াল ব্যুরো: পুজোর আবহের মধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) চলল জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল সকাল সিজিও কমপ্লেক্সে ইডি (ED) দফতরে হাজিরা দিলেন রাজ্যের কারা ও ক্ষুদ্র-কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Minister Chandranath Sinha)।
আদালতের নির্দেশ মেনেই হাজিরা, নিজেই জানালেন বোলপুরের এই তৃণমূল বিধায়ক। ইডি দফতরে ঢোকার আগে তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, “আমার যা দায়িত্ব, সেটা করছি।”
#REL