দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে মুর্শিদাবাদের আন্দিতে শোরগোল। কারণ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সাত সকালে ইডি হানা দেয় তাঁর বাড়িতে। আধিকারিকদের দেখে পালাতে যান বড়ঞার বিধায়ক। গতবারের মতো ফের ঝোপে ছুড়ে দেন মোবাইল। শেষমেশ সেই মোবাইল নর্দমা থেকে উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থা।