দ্য ওয়াল ব্যুরো: চাকরি দুর্নীতি মামলায় (Recruitment Corruption Scam) ফের গ্রেফতার। বাড়িতে তল্লাশি, মোবাইল পুকুরে— চিত্রনাট্য প্রায় এক, শুধু বছরটা বদলেছে।
এবারও নিজেকে ‘চক্রান্তের শিকার’ বলে দাবি করলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Tmc MLA, Jibankrishna Saha)। সোমবার ফের তাঁকে গ্রেফতার করল ইডি। আর তার আগেই ঘটল বহুচর্চিত ‘মোবাইল কাণ্ড’— তবে এইবার গন্তব্য ঠিক হল না। ফোন পড়ল নর্দমায়!