দ্য ওয়াল ব্যুরো: এক সময় স্কুলে শিক্ষা কর্মীর কাজ করতেন, এখন ভাজেন চপ! ২৬ হাজার চাকরি বাতিলের (Recruitment Corruption Scam) তালিকায় নাম ওঠার পর মালদহের দম্পতির জীবনে নেমে এসেছে অন্ধকার।
রতুয়ার মনিপুরের সম্বলপুর অঞ্চল হাইস্কুলের প্রাক্তন শিক্ষাকর্মী তনুশ্রী সাহা সিংহ এবং তাঁর স্বামী বিজয় সিংহ — দু’জনেরই চাকরি গেছে একসাথে (A couple of School workers in Maldah after losing their jobs)।
#REL