দ্য ওয়াল ব্যুরো: স্কুলে গিয়েছিল, কিন্তু আর বাড়ি ফেরেনি। সপ্তম শ্রেণির দুই ছাত্রীর রহস্যময় নিখোঁজে (Two girls missing) তীব্র চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় (Bishnupur)। সালপুকুর গাজি পাড়ার বাসিন্দা আরবী গাজি ও রূকসনা গাজি—দু’জনেই মাত্র ১৩ বছরের কিশোরী। মঙ্গলবার সকালে নিয়ম মতো স্কুলে গেলেও সন্ধ্যা নামার পরও তাঁদের দেখা না মেলায় উৎকণ্ঠায় ভেঙে পড়ে পরিবার।
প্রথমে আশপাশ চষে বেড়ানো, তারপর আত্মীয়ের বাড়ি—কোথাও দুই মেয়ের খোঁজ মিলল না। বাধ্য হয়ে বিষ্ণুপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে উদ্বেগ, কোথায় গেল মেয়েরা?
#REL