দ্য ওয়াল ব্যুরো: দু' সপ্তাহ আগেই মিশরের শার্ম এল শেখে বিশ্বনেতারা ঘোষণা করেছিলেন— আরব দুনিয়ায় শান্তির নতুন পথ খুঁজে পাওয়া গেছে। কিন্তু আগের মতোই, সেই ঘোষণার কেন্দ্রে নেই যাঁরা, যাঁরা সবচেয়ে বেশি মূল্য চুকিয়েছেন, তাঁরা হলেন প্যালেস্তাইনের (Palestine) বাসিন্দারা।
আজও ইজরায়েল (Israel) হাতে ধরে রেখেছে সেই নাজুক যুদ্ধবিরতির লাগাম। বিশ্ব যখন ইজরায়েলের বন্দিদের মৃতদেহ খোঁজার দিকে ব্যস্ত, তখন গাজার মানুষের নিজেদের হারানো আপনজনদের শোক জানাবার সুযোগটুকুও নেই।