দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ বিশ্বকাপের ড্র পাকা। সূচিও বেরিয়ে গিয়েছে। তিন দেশে আয়োজন। ৪৮ দল। ফাইনালে ওঠা চার টিমকে খেলতে হবে আটটা করে ম্যাচ–কাগজে কলমে টুর্নামেন্টের মাপ এবার অনেকটা ছড়ানো। কিন্তু এর মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ধাক্কা মারছে – এত গরমে, এত দৌড়ঝাঁপের ফুটবল আদৌ ঠিকমতো চলবে তো?
আমেরিকা, মেক্সিকো, কানাডা–তিন দেশের মধ্যে অন্তত দু’টিতে গরম প্রচণ্ড। মায়ামি, হিউস্টনের মতো ভেন্যুর কথা ভাবলেই চোখে ভাসে গরম হাওয়া, ধুলো, আর্দ্রতা। খেলোয়াড়দের কষ্ট তো আছেই, তার সঙ্গে যোগ করুন হাজার হাজার সমর্থক, স্বেচ্ছাসেবক, স্টেডিয়ামের কর্মী… সবার ঝুঁকি।