দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্র (USA) অবশেষে দেশছাড়া করল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ভাই অনমোল বিষ্ণোইকে (Anmol Bishnoi)। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকির (Baba Siddique) হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধে অভিযুক্ত অনমোলকে মঙ্গলবার দেশ থেকে বহিষ্কার করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি।
ইতিমধ্যেই তাঁর পরিবারের কাছে ইমেল গিয়ে পৌঁছেছে। তাতে স্পষ্ট ভাষায় লেখা - “ANMOL BISHNOI has been removed from the United States…” তাঁকে ১৮ নভেম্বর আমেরিকা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বুধবার, ১৯ নভেম্বরই তাঁর ভারতে ফেরার কথা।