দ্য ওয়াল ব্যুরো: একাই থাকেন, বয়সও হয়েছে। অনলাইনেও স্বচ্ছন্দ ঘোরাফেরা রয়েছে। এবার তাই অনলাইনেই বিজ্ঞাপন দিয়ে বসলেন (elderly woman online ad viral), তাঁর একটা 'মেয়ে' চাই। পরিচারিকা নয় কিন্তু, একেবারে ঘরের মেয়ে (elderly woman seeking daughter online)।
শুধু তাই নয়, যে মেয়ে তাঁর দেখাশোনার দায়িত্ব নেবেন, তাঁকে একটি ফ্ল্যাট, ব্যক্তিগত ব্যবহারের জিনিস এবং মাসে প্রায় ৩,০০০ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৩৮ হাজার টাকা) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চিনের (China) হেনান প্রদেশের (Henan viral news) সেই বৃদ্ধা।
#REL