দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়ার (১৮৭৬-১৯০১) স্মৃতিতে কলকাতার ময়দান এলাকায় ১৯০৬ সাল থেকে ১৯২১ সালের মধ্যে গড়ে উঠেছিল শ্বেতশুভ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল। যা এখনও কলকাতার অন্যতম গর্ব। কিন্তু, কজন জানেন রানি ভিক্টোরিয়া ছিলেন একসময় গোটা পৃথিবীর মাদক সাম্রাজ্যেরও সাম্রাজ্ঞী!