দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) হাবভাবকে সরাসরি ‘দাদাগিরি’ বলে আক্রমণ শানালেন ভারতে নিযুক্ত চিনের (China) রাষ্ট্রদূত স্যু ফেইহং। তাঁর দাবি, বহু দিন ধরে ফ্রি ট্রেড থেকে লাভবান হয়েছে আমেরিকা, অথচ এখন সেই আমেরিকাই শুল্ককে হাতিয়ার করে ব্যবহার করছে। তিনি জানান, মার্কিন প্রশাসন ভারতে রফতানিকৃত কিছু পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে, যার বিরোধিতা করছে বেজিং।