দ্য ওয়াল ব্যুরো: 'ক্ষমতা নয়, হৃদয় দিয়েই দেশ শাসন করা যায়...'
এখনকার দিনে যখন রাষ্ট্রনেতারা বিলাসবহুল প্রাসাদে থাকেন, বিশেষ বিমানে চড়েন, কনভয়ের শব্দে মুখরিত হয় রাস্তাঘাট, তখন এক প্রাক্তন রাষ্ট্রপ্রধান সারা জীবন কাটালেন একটি জরাজীর্ণ বাড়িতে, পুরনো গাড়ি চালিয়ে, মাঠে চাষ করে, আর বেতনের ৯০ শতাংশ জনসাধারণের মধ্যে দান করে। ভাবছেন তো তিনি কে? আর কেউ নন, হোসে মুজিকা—উরুগুয়ের ৪০তম প্রেসিডেন্ট, বিশ্বে খ্যাত ‘সবচেয়ে গরিব রাষ্ট্রপ্রধান’ হিসেবে। তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। থেমে গেল পৃথিবীর এক 'ব্যতিক্রমী' হৃদয়। বয়স হয়েছিল ৮৯।