দ্য ওয়াল ব্যুরো: এত চিন্তা-ভাবনা, এত কথা, তাতেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) থামার নাম গন্ধ নেই। সেই নিয়েই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউসে (White House) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন, গত এক মাসেই প্রায় ২৫ হাজার মানুষ, অধিকাংশই সেনা, এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তাঁর কথায়, “এ ভাবে রক্তপাত চলতে দেওয়া যায় না। আমি চাই অবিলম্বে এই হত্যা-যজ্ঞ বন্ধ হোক। আমরা সেই চেষ্টাই করছি।”
#REL