দ্য ওয়াল ব্যুরো: ভারত–মার্কিন বাণিজ্য সম্পর্কের বরফ যেন গলতে শুরু করেছে (India–US trade deal progress)। দীর্ঘদিনের টানাপোড়েন ও অনিশ্চয়তার পর অবশেষে সামনে এল ইতিবাচক খবর। মার্কিন প্রশাসনের শীর্ষ এক আধিকারিকের ভারতের সঙ্গে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (India US Trade Deal) আলোচনায় 'অনেক ইতিবাচক অগ্রগতি' দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে ওয়াশিংটন তার আগের কড়া অবস্থান থেকে খানিকটা সরে এসে রাশিয়া থেকে ভারতের তেল কেনাকে কেন্দ্র করে থাকা অস্বস্তি কমানোর চেষ্টা করেছে (US stance on Russian oil imports)।
#REL