দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) নিয়ে আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ‘সৎ ও স্পষ্ট’ আচরণ করেননি - এই অভিযোগে রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থা (Russian Oil Firms), রসনেফট ও লুকওইলের উপর কঠোর নিষেধাজ্ঞা (Sanction) জারি করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার এই ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত আসে একদিন পর, যখন বুদাপেস্টে নির্ধারিত ট্রাম্প-পুতিন বৈঠক (Trump-Putin Meeting) বাতিল করে ওয়াশিংটন জানায়, যুদ্ধবিরতি আলোচনায় মস্কোর সঙ্গে কোনও অগ্রগতি হয়নি।